নোটিশ বোর্ড
-
বিস্তারিতটেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্য্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী কাল রোজ বুধবার বার ০৮/১০/২০২৫ খ্রি. তারিখ হতে শ্রেণি কার্যক্রম শুরু হবে। তাই সকল শিক্ষক ও শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ের উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। প্রকাশিত: N/A
-
বিস্তারিতটেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্য্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী কাল রোজ বুধবার বার ০৮/১০/২০২৫ খ্রি. তারিখ হতে শ্রেণি কার্যক্রম শুরু হবে। তাই সকল শিক্ষক ও শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ের উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। প্রকাশিত: N/A
-
বিস্তারিত২০২৫ সালে এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০৮/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে একাডেমিক ট্রান্সক্রীপ্ট প্রদান করা হবে। তাই ২০২৫ সালে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের অফিসকক্ষ হতে ট্রান্সক্রীপ্ট গ্রহন করার জন্য অনুরোধ করা হল। প্রকাশিত: N/A
পরিচালকদের বাণী
প্রধান শিক্ষকের বাণী
নাম পাওয়া যায়নি
পদবি পাওয়া যায়নি
সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও শুভানুধ্যায়ীগণ,
আসসালামু আলাইকুম / নমস্কার।
একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধুমাত্র চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয় — এটি একটি পরিবার, একটি স্বপ্নের কারখানা, যেখানে প্রতিটি শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও চারিত্রিক গঠনের উপরও জোর দিয়ে থাকে।
প্রতিদিন ছাত্রীরা শুধুমাত্র পড়ালেখা করছে না, তারা শিখছে কীভাবে ভালো মানুষ হওয়া যায়। এই যাত্রায় আমাদের শিক্ষকগণ তাঁদের মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের বিদ্যালয়ের সফলতা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টারই ফল। ভবিষ্যতেও আমরা এই পথ চলা আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।
পরিশেষে, আমি সকল শিক্ষার্থীকে বলব "তোমাদের স্বপ্ন দেখতে হবে বড়, কিন্তু পা রাখবে মাটিতে। অধ্যবসায়ই হলো সফলতার চাবিকাঠি।" তোমরা ভালো মানুষ হও, দেশ ও সমাজের জন্য গর্ব হয়ে উঠো— এটাই আমাদের কামনা।
ধন্যবাদ।
সহকারী প্রধান শিক্ষকের বাণী
নাম পাওয়া যায়নি
পদবি পাওয়া যায়নি
কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দ্রুত লিঙ্ক
পরিচিতি ও প্রশাসন
শিক্ষক ও শিক্ষার্থী
একাডেমিক ও ফলাফল
প্রতিষ্ঠান সম্পর্কে
বাংলাদেশের সর্ব দক্ষিণ ও পূর্বে মায়ানমার সীমান্তবর্তী টেকনাফ উপজেলা। কক্সবাজার জেলায় যে কয়টি উপজেলা আছে তার মধ্যে শিক্ষায় পিছিয়ে রয়েছে টেকনাফ সীমান্ত উপজেলা। ১৯৮৪ সালে টেকনাফ উপজেলায় রূপান্তির হবার পূর্বে বালক উ”চ বিদ্যালয় থাকলেও নারীশিক্ষার জন্য কোন প্রতিষ্ঠান ছিলনা। তখনকার সময়ে ধর্মীয় গোড়ামী এবং অভিভাবকদের অসচেনতার কারণে নারী শিক্ষার প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছিল। টেকনাফ প্রশাসন নারী শিক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ১৯৮৫ সালে টেকনাফ উপজেলা প্রশাসন সংলগ্ন টেকনাফ পৌরসভার ০২ নং ওয়ার্ডে টেকনাফ এজাহার সরকারি বালিকা উ”চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠতা টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এজাহার মিয়া কোম্পানী। মাত্র ৩৫ জন শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠানের শুভযাত্রা। তখন টেকনাফে শিক্ষার হার ছিলমাত্র ৫%। নারী শিক্ষা ছিল অবহেলিত। বর্তমানে টেকনাফে শিক্ষার হার ২৫%। টেকানাফে নারী শিক্ষার হার বৃদ্ধিতে একমাত্র অবদান টেকনাফ এজাহার সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের। কারণ টেকনাফে আর কোন বালিকা উ”চ বিদ্যালয় নেই। ৩৫ জনশিক্ষার্থী নি এক সমীক্ষায় দেখা গেছে টেকনাফে মাদকের সাথে সমপৃক্ত যুবসমাজ। এ ক্ষেত্রে নারীরা অনেকাংশে জড়িত নয়। টেকনাফে ইয়াবা ও মাদকের বিরোদ্ধে এই প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা বেশ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অতএব সার্বিক পর্যালোচনা পূর্বক টেকনাফের নারী শিক্ষার হার বৃদ্ধিতে টেকনাফের সর্বস্তরের মানুষের দাবী টেকনাফ এজাহার বালিকা উ”চ বিদ্যালয়কে সরকারিকরণ নিতান্ত প্রয়োজন। তারই ফলশ্রুতিতে বিগত ১৫ই নভেম্বর ২০১৮ খ্রি. তারিখ প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়।
একাডেমিক ক্যালেন্ডার
২০২৫ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার
ডাউনলোড করুন| Month | Event | Date |
|---|---|---|
| কোনো একাডেমিক ইভেন্ট পাওয়া যায়নি। | ||