প্রতিষ্ঠান পরিচালকদের বাণী

Principal Placeholder

অধ্যক্ষ

Principal

সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও শুভানুধ্যায়ীগণ,

আসসালামু আলাইকুম / নমস্কার।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধুমাত্র চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয় — এটি একটি পরিবার, একটি স্বপ্নের কারখানা, যেখানে প্রতিটি শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও চারিত্রিক গঠনের উপরও জোর দিয়ে থাকে।

প্রতিদিন ছাত্রীরা শুধুমাত্র পড়ালেখা করছে না, তারা শিখছে কীভাবে ভালো মানুষ হওয়া যায়। এই যাত্রায় আমাদের শিক্ষকগণ তাঁদের মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের বিদ্যালয়ের সফলতা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টারই ফল। ভবিষ্যতেও আমরা এই পথ চলা আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।

পরিশেষে, আমি সকল শিক্ষার্থীকে বলব "তোমাদের স্বপ্ন দেখতে হবে বড়, কিন্তু পা রাখবে মাটিতে। অধ্যবসায়ই হলো সফলতার চাবিকাঠি।" তোমরা ভালো মানুষ হও, দেশ ও সমাজের জন্য গর্ব হয়ে উঠো— এটাই আমাদের কামনা।

ধন্যবাদ।

Vice Principal Placeholder

উপাধ্যক্ষ

Vice Principal

কোনো বার্তা পাওয়া যায়নি।